ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ রেল সড়কের নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রাম।
রেল ব্রীজ পার হয়ে পাশেই মাটির সড়ক। আর এই সড়কের এই রেল ব্রীজটি পার হন হ্যান্ড ট্রলি দিয়ে অনেকেই। শুধু ট্রলিই নয় এর উপরে শিশু সহ মানুষ ওঠানোও হয়।
এমন ঝুঁকিপুর্ন স্থানে নেই জীবনের ভয়। প্রতিনিয়ত তারা ঝুঁকি নিয়ে পার হচ্ছে। ট্রেন আসার সময় হয়ে গেছে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
এছাড়াও একটু অসচেতনতার কারণে নীচে পড়ে গিয়েও যে কোন সময় বড় রকমের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন সচেতনরা।
ছবিটি নেত্রকোনার চল্লিশা রেল সেতু থেকে তোলার পর ফেইসবুক থেকে সংগৃহিত।