নেত্রকোনা শহরের পারলাস্থ আন্ত:জেলা বাস টার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
ঘটনাটি শনিবার সন্ধ্যায় ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিএনজি পাম্পের সামনে ঘটে।
এতে নিহত হওয়া সাইকেল আরোহী মো. আব্দুল্লাহ (১৯) রেডক্স নামের কুরিয়ার সার্ভিসের নেত্রকোনা কার্যালয়ে কর্মরত ছিলেন।
তিনি জেলার কলমাকান্দা উপজেলার সারাকোনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার সময় আব্দুল্লাহ পারলা কুরিয়ার সার্ভিসের জেলা কার্যালয়ে যাচ্ছিলেন।
এসময় বিপরীত দিক থেকে আসা টাকের ধাক্কায় পড়ে গেলে ট্রাকের চাকায় চাপা পড়েন।
এরপর আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম পিপিএম জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।