নেত্রকোনা ময়মনসিংহ সড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।
শনিবার সকালে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনে ডিম বহনকারী পিকাপ ভ্যানের ধাক্কায় মারাত্মক এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আটপাড়া উপজেলার শুনই গ্রামের ডিম ব্যবসায়ী তরিকুল ও অজ্ঞাত নামা পিকাপভ্যান চালক।
নেত্রকোনা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালাউদ্দিন কাজল জানান, সকালে নেত্রকোনাগামী ডিম বহনকারী একটি পিকআপভ্যান দ্রæতগতিতে আসার পথে সাকোয়া বাজারে দাড়ানো অবস্থায় সিমেন্ট বহনকারী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকাপটি দুমরে মুচড় যায়।
এ সময় পিকআপ ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত পিকআপভ্যানের হেলাপার হাদুলকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়সাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
সড়ক দুর্ঘটনায় ঢাকা-ময়মনসিংহ সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে ট্রাফিক পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।