স্ব স্ত্রীক ডিসির পর নেত্রকোনায় এবার করোনায় আক্রান্ত হলেন পৌর মেয়র নজরুল ইসলাম খান।
তিনি পুরো পরিবার সহ আক্রান্তের ঘটনায় জেলা শহরে উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
পরিবার সহ মেয়রের রোগ মুক্তির জন্য নেত্রকোনা থানার মোরে খানখা শরীফ মসজিদ ও সাতপাই চক্ষু হাসপাতাল মসজিদে দোয়া পড়িয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মহসীন আলম।
কদিন আগে মেয়রের বড় ছেলে যুবলীগের যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম জামিসহ ছোট ছেলে এবং নাতনি আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
পরবর্তীতে কোন লক্ষণ না থাকলেও কোভিড পরীক্ষা করালে গতকাল শুক্রবার সিভিল সার্জন কার্যালয় সুত্রে নিশ্চিত হন তিনিও স্ত্রী ও মেজো ছেলেসহ পজিটিভ।
এর আগে গত বৃহস্পতিবারও করোনা সচেতনতায় তিন তিন বারের জনপ্রিয় মেয়র সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।
তারও আগে গত বছর থেকেই প্রথম ধাপের করোনা আক্রমণে ত্রাণ সহায়তাসহ মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি চলমান রেখেছেন।