ঢাকা থেকে নেত্রকোনা রুটে আসা মহুয়া কমিউটার ট্রেনের যাত্রা বাতিল গাজীপুরের ভাওয়ালে নেত্রকোনার মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা নেত্রকোনা মহুয়া কমিউটার ও ঢাকা জারিয়া বলাকা কমিউটার ট্রেনের যাত্রা বাতিল।
নিশ্চিত করেন নেত্রকোনা স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঢাকা নেত্রকোনা রুটে আজকে যেগুলো আসার কথা সেগুলোর যাত্রা বাতিল হয়েছে। ওগুলো ঢাকা থেকে ছেড়ে আসবে না।এদিকে ঢাকা জারিয়া রুটে বলাকা ট্রেনের যাত্রা বাতিল নিশ্চিত করেছেন ময়মনসিংহ স্টেশন মাস্টার নাজমুল হক।