শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
25.8 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যতরুণ ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা ইসলামি ঐক্যজোটের

তরুণ ভোটারদের কেন্দ্রে আনার চেষ্টা ইসলামি ঐক্যজোটের

দিন কমার সাথে সাথে প্রার্থীদের প্রচারণার তোড়জোড়ও বাড়ছে। সময় যত যাচ্ছে নির্বাচনী এলাকা তত উৎসব মুখর হচ্ছে। নেত্রকোন ২ (সদর-বারহাট্টা) আসনের নৌকা স্বতন্ত্র প্রার্থীর সাথে পাল্লা দিয়ে মাঠে নেমেছে ইসলামি ঐক্যজোটের (মিনার) প্রার্থী মুফতী ইলিয়াস হোসাইন আরাবী। তিনিও গাড়ি বহরে করে নির্বাচনী আসন নিজ এলাকা বারহাট্টা থেকে নেত্রকোনা সদরে প্রবেশ করেন শো-ডাউন নিয়ে। মোটরসাইকেল সহ পিকাপ ভ্যানে মিছিল নিয়ে নেত্রকোনা প্রবেশ করেন।

দিনের ভোট দিনে হলে মানুষের স্বতঃস্ফুর্ত ভোটে বিজয়ী হওয়ার শতভাগ আশা প্রকাশ করে তিনি প্রচার প্রচারণায় মাঠে থাকবেন।
তিনি বলেন, নতুন প্রজন্ম ভোট দিতে চায়। মানুষ নৌকার বিকল্প খুঁজছে। আমরা ব্যবপক সারা পাচ্ছি। কাজেই সকল সমস্যা কাটিয়ে ওঠে তিনি এগিয়ে যাচ্ছেন।
অনিহাকারী ভোটাররা এবার আসবে। যুব সমাজ ভোট দিতে ভুলে গিয়েছিলো। তারা কিভাবে এবার মাঠে আসবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। এছাড়া তিনি বলেন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া মানেই সক্ষমতা রয়েছে। কাজেই কোন ধরনের কিছু হলে পাল্টা জবাব দেযার প্রস্তুতি আমাদের রয়েছে।
তিনি গণসংযোগকালে ভোটারদের বলেন আপনাদেরকে কেউ বাধা প্রদান করলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব। তিনি বলেন নির্বাচন কমিশিনারের প্রতি আস্থা রেখেছি। তারা যেবাবে বলেছেন সেভাবে সুষ্ঠু নির্বাচন দিলে আবারও মানুষ ভোটমুখী হবে।
এসময় প্রার্থীকে নিয়ে শো ডাউনের মাধ্যমে সদর উপজেলার সিংহের বাংলা ইউনয়ন ও কান্দুলিয়া হয়ে আমতলা ইউনিয়ন দিয়ে বারহাট্টায় প্রবেশ করে গণসংযোগের মিছিলটি।
নেত্রকোনার ৫ টি আসনের মধ্যে নেত্রকোনা ২ (সদর-বারহ্ট্টাা) আসনে নৌকার প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্বতন্ত্র (ঈগল) প্রতীকে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, লাঙ্গলের রহিমা আক্তার আসমা, নোঙ্গর নিয়ে বিএনএম রফিকুল হক তালুকদার, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র মানিক চন্দ্র সরকার নির্বাচন করছেন আসনটিতে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments