নেত্রকোনায় দিনভর বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা শাখার ১৬তম জেলা সম্মেলন ঘিরে নানা আয়োজন করা হয়।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ে চলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন।
বার্ষিক রিপোর্ট পেশসহ নতুন কমিটি নির্বাচনের কার্যক্রম পরিচালিত হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে।
প্রথম অধিবেশনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয় শহরের ছোট বাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
উদ্বোধনী উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় শহীদ মিনার প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় জেলা সম্মেলন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিিটর সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম।
পরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মিনারে প্রতিবাদী রণ সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
এরপর শহীদ মিনার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক দিয়ে অজহর রোডের উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে দ্বিতীয় অধিবেশনে বার্ষিক রিপোর্ট পেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান খান।
এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহমুদ সেলিম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুস সালাম রিপন, বিভাগীয় কমিটির আহবায়ক কেন্দ্রীয় সহ সভাপতি সারোয়ার কামাল রবীন।
নেত্রকোনা জেলার সহ সভাপতি মাসুদুর রহমান ভুট্টুর পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক অসীত ঘোষ।
এরপর মোহনগঞ্জ উদীচীর শিল্পীরা গান পরিবেশন করেন। অন্যদিকে সাবজেক্ট কমিটি নতুন কমিটি গঠন পরিচালনা করে। তবে পর্যন্ত (১১ ডিসেম্বর) নতুন কমিটির কোন তথ্য পাওয়া যায় নি।