শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
21.7 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যদীর্ঘ ছয় বছর পর চলল নেত্রকোনা-ময়মনসিংহ বিআরটিসি দ্বিতল বাস

দীর্ঘ ছয় বছর পর চলল নেত্রকোনা-ময়মনসিংহ বিআরটিসি দ্বিতল বাস

সিন্ডিকেটের হাতে আটকে থাকা আরামদায়ক বিআরটিসি অবশেষে নেত্রকোনা ময়মনসিংহ সড়কে পুনরায় চালু হয়েছে। দ্বিতল এই বাস সার্ভিস চালুতে আপামর শহরবাসীর মাঝে এক আনন্দ বিরাজ করছে। আরামদায়ক বাসগুলোতে ভাড়াও কম। ফলে যাত্রী সুবিধায় সর্ব সাধারণ অনেক খুশি। রবিবার সকাল সাড়ে নয়টায় নেত্রকোনা বিএডিসির সামনে থেকে এই বাস চলাচল শুরু হয়েছে। মাত্র ৬০ টাকা ভাড়া নির্ধারণ রয়েছে নেত্রকোনা থেকে ময়মনসিংহ। নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ পর্যন্ত ভাড়া ৪০ টাকা। এছাড়া শিক্ষার্থীরা কার্ড দেখিয়ে মংমনসিংহে যেতে পারবে ৩০ টাকায়।

জানা গেছে, সাবেক সরকারের গত মেয়াদে ২০১৮ সনে সরকার এই অঞ্চলের মানুষের সুবিধার্তে ৬ টি দ্বিতল বাস নেত্রকোনা ময়মনসিংহ সড়কে চালানোর জন্য বরাদ্দ দেয়। তৎকালীন স্থানীয় এমপি এটিকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনও করেন। কিন্তু পরদিন থেকেই আবার বন্ধ করে দিয়েছে নেত্রকোনা ময়মনসিংহ বাস মালিক সমিতির সিন্ডিকেট চক্রটি। স্থানীয় এমপি, মেয়রসহ নেতাকর্মী সমাজকর্মী সকলের বাস সিন্ডিকেট এবং চাঁদা কমে যাওয়ার ভয়ে তারা যান চলাচল বন্ধ করে হরতাল ডেকে এই সার্ভিস বন্ধ করায়।
পরে এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যানারে শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি, জনউদ্যোগ ও সুজন আন্দোলন করে দিনে পর দিন। তারপরও এই বাস সার্ভিস আর চালুই হয় নি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতনের পর অন্তবর্তীকালীন সরকার আসায় সাধারণ নাগরিকরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদেরে নিয়ে আবারও মানব্বন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়। গত ১৪ আগস্ট শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির ব্যনারে মানববন্ধন হয়। পরে জেলা প্রশাসক বিভিন্ন মহলের সাথে বৈঠকে বসেন। এরপর সিদ্ধান্ত হয় বাসগুলো পুনরায় চালুর। সবশেষে দীর্ঘ ছয় বছর পর সাধারণ মানুষের কাঙ্খিত সেবার লক্ষ্যে এই বাস সার্ভিস চালু হয়েছে। বিআরটিসি বাস কাউন্টারের ঠিকাদার জাকির হোসেন প্রয়াত হওয়ায় তার ছেলে শাওন আহমেদ এর দায়িত্বে রয়েছেন। তিনি জানান, নেত্রকোনা তিনটি ময়মনসিংহে তিনটি পালা করে সারাদিনে আধঘন্টা পরপর যাওয়া আসা করবে।
এগুলো সবগুলো গেটলক সার্ভিস। সড়কে দাড়িঁয়ে সময় নষ্ট করবে না।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments