দীর্ঘ ৫ বছর পর নেত্রকোনা জেলা সদর হাসপাতাল সমাজসেবা কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা নিরুপন এবং সমাধানে কর্মপরিকল্পনা প্রণয়ণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর আধুনিক হাসপাতালের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে এই আলোচনার আয়োজন করা হয়।
এতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবু সাঈদ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত পরিচালক দেবাশীষ সরদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো. শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয় সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস এম মনিরুজ্জামান দুধু , সংবাদিক রিফাত আহমেদ রাসেলসহ জেলা রোগী কল্যাণ সমিতির সদস্যরা।
সেমিনারে জেলা রোগী কল্যাণ সমিতির ২০২০ সালের ডিসেম্বর হতে চলতি বছরের অক্টোবর পর্যন্ত গত পাঁচ অর্থ বছরে আয় ব্যয়ের বিবরণী তুলে ধরা হয়। এরমধ্যে গত পাঁচ বছরে মোট প্রাপ্তির পরিমাণ ৫৫ লাখ ১৮ হাজার টাকা। মোট ২ হাজার ৭৪৫ জন উপকার ভোগীর ঔষধ ও চিকিৎসা সেবায় ব্যয় হয় ৪১ লাখ ১৮ হাজার ২৪২ টাকা।
এছাড়াও সেমিনারে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য জেলা রোগী কল্যাণ সমিতির আর্থিক সহায়তা সর্বোচ্চ ৫ হাজার টাকার সাথে আরও ৫ হজার টাকা বৃদ্ধির সুপারিশ ও অসচ্ছল রোগীদের সকল ক্ষেত্রে সহায়তা প্রদান, অসচ্ছল রোগীদের নির্বাচনে সর্বোচ্চ দৃষ্টি রাখা এবং সংগঠনের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা।