আল নোমান শান্ত, দুর্গাপুর
নেত্রকোনার দুর্গাপুরে প্রায় ২০ লাখ ভারতীয় রুপিসহ জসিম রুরাম (২৫) নামে এক যুবককে আটক করেছে ৩১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
পরে রাতেই তাকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়।
আজ বুধবার মামলা দায়েরের পর দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটক যুবক জসিম রুরাম দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামের লেলিন হাজং এর ছেলে।
বিজিবি’র সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে টহল দেওয়ার সময় সীমান্ত এলাকার সন্দেহজনক চলাফেরার সময় ওই যুবককে আটক করে।
এসময় তার দেহ তল্লাসী করলে তার কাছ থেকে ১৯ লাখ ৯৮ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
পরে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে দুগার্পুর থানায় হস্তান্তর করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করেছে বিজিবি। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছ।