আসন্ন দুর্গাপুজা উপলক্ষে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে শনিবার সকালে পৌর মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বিঘ্নে পুজা উদযাপনে স্ব স্ব মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানিয়ে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র এম এম মহসীন আলম, হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য, জেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা নির্মল দাস, পরিষদের সভাপতি জ্ঞানেশ চন্দ্র সরকার, সম্পাদক লিটন চৌধুরী পন্ডিত প্রমুখ। উল্লেখ্য, নেত্রকোনা জেলায় ৫২৫ ট এবং পৌর এলাকায় ৫৬ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।