সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যদুর্গাপুরে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি : জানেননা উর্ধ্বতন

দুর্গাপুরে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি : জানেননা উর্ধ্বতন

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরির অভিযোগ উঠেছে। সবগুলোই সেচের কাজে ব্যবহৃত হতো। তবে বিষয়টি জানেনা পল্লী বিৎুতের উর্ধ্বতনরা।

গত শুক্রবার গভীর রাতে অথবা শনিবার ভোর রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এমন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন কৃষকরা। জানা গেছে, উপজেলার কেট্টা গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের এ সকল ট্রান্সফরমার। ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে শনিবার পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, প্রায়ই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা।

এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত এক বছরে মোট ২৮টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এখন আবারও তিনটি নিয়ে মোট ৩১ টি হয়েছে। চুরি হওয়া ট্রান্সফরমার মালিক আলতাবুর রহমান সরকার বলেন, এখন বোরো চাষাবাদের সময়। কিন্তুরাতের আঁধারে আমার ১টা ট্রান্সফরমারসহ পাশের আরো দুইটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এসময় যদি পানির সমস্যা হয় তাহলে তো আমরা কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়ে যাবো। আমি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকদের কাছে পল্লী বিদ্যুত সমিতির দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন বলেন, কেট্টা গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। অভিযোগ কেন্দ্র থেকে লিখিত ভাবে যখন আমাকে জানানো হয় তখনই বিষয়টি আমি জানতে পাই।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments