আল নোমান শান্ত, দুর্গাপুর
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. মিলন মিয়া (৪৯) নামের এক কৃষক খুন হয়েছেন।
শুক্রবার (০২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক মিলন মিয়া ভাউরতলা গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ফুফাতো ভাই আব্দুল রশিদ এবং মামাতো ভাই মিলন মিয়া তাদের মাঝে বিরোধ চলছিল। এরই জের ধরে আজ শুক্রবার রশিদ ও তার ছেলে সোহেল ধারালো অস্ত্র দিয়ে মিলনকে জখম করে। এই সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।