নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম কিলিং মিশনে জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৃথকভাবে দুজনকে আটক করে। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পিবি আইয়ের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার।
আটককৃতরা হলো দূর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো: বাকি বিল্লাহ (২৬)। পুলিশ সুপার মো. রকিবুল আক্তার আরও জানান, সংঘবদ্ধ চক্রের অপরাধী তারা।
মামলাটি অধিগ্রহণ করা হয়েছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে পূর্ব শত্রæতার বিরোধ ছিলো বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। জানা গেছে, গত ৯ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যার পর নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের পান মহল এলাকায় হেঁেট যাওয়ার সময় এস আই শফিকুলকে ৩-৪ জন অস্ত্রধারী যুবক অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ডান পায়ের গুড়ালি কেটে আলাদা হয়ে যায়।
এ ঘটনার পরপরই স্থানীয়রা খবর পেয়ে দ্রæত এগিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসক ময়মনসিংহ প্রেরণ করেন। পরে রাতে ময়মনসিংহ মেডিকেলে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন এস আই শফিকুলের পিতা রফিকুল ইসলাম পাঁচ ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। দুর্গাপুর থানার পুলিশের পাশাপাশি পিবিআই মামলার তদন্তে নামে। অভিযান চালিয়ে ঘটনার পর থেকে রবিবার পর্যন্ত দুজনকে আটক করে। স্থানীয় ও স্বজনরা জানায় শফিকুল জামলাপুর থানায় কর্মরত ছিলেন।
তিনি ছুটিতে এসেছিলেন পরিবার ও সন্তানদের সাথে করে নিয়ে ময়মনসিংহে যাবেন। কিন্তু তা আর হলো না। এস আই শফিকুল ইসলাম দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের। স্ত্রী সন্তান উপজেলার বাগিচাপাড়া এলাকায় থাকতেন।
শুক্রবার সকালে সকলকে নিয়ে ময়মনসিংহে চলে যাওয়ার কথা ছিলো।