শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
30.6 C
Netrakona
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫
মূলপাতাঅন্যান্যদুর্গাপুরে পৃথকভাবে ভারতীয় আনার ও চিনিসহ দুই চোরাকারবারি আটক

দুর্গাপুরে পৃথকভাবে ভারতীয় আনার ও চিনিসহ দুই চোরাকারবারি আটক

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১০৬ ক্যারেট আনার ফল ও ৩৪০ বস্তা চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার রাত দশটার দিকে দুর্গাপুর পৌর শহরের মধ্য বাজারের পান মহল এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চোরাই পণ্য আনারসহ একজনকে আটক করা হয়।
তবে আটকৃত চোরাকারবারির নাম পরিচয় জানায়নি দুর্গাপুর থানার ওসি।
গোয়েন্দা এক সূত্রে জানা গেছে চোরাই এই পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পান মহল সংলগ্ন একটি গলির ফল আড়তের সামনে সারি সারি ক্যারেট পড়ে থাকায় সন্দেহ হলে এর উপরের প্লাস্টিক কাগজ সরালে ক্যাডেট ভর্তি আনার ফল পায় ভ্রাম্যমাণ আদালত।
এক পর্যায়ে আটককৃত প্রশাসনের কাছে ভারত থেকে চোরাই পথে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে কাছাকাছি সময়ে পৃথক একটি স্থান থেকে ৩৪০ বস্তা চিনিসহ আরেক কারবারিকে একটি কাভার্ড ভ্যানসহ আটক করার বিষয়টি ওসি উত্তম চন্দ্র দেব নিশ্চিত করে জানান নাম ঠিকানা মামলা ছাড়া দেয়া যাবে না।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments