নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভেজা বালু পরিবহন করায় শুকনা মৌসুমেও কাঁদার কারণে বেহাল সড়কে মানুষের চলাচল অনুপযোগী হওয়ায় সড়ক অবরোধে করেছে ব্যবসায়ীরা।
আজ সোমবার দূর্গাপুর পৌর শহরের তেরি বাজার ঘাটে এই অবরোধ কর্মসূচি নিয়েছেন স্থানীয় ব্যবাসায়ীরা।
দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছেন তারাসহ পথচারীরা ।
ফলে প্রতিবাদে নেমে আজ সকল দোকানপাট বন্ধ করে রাস্তায় বসেছেন। এসময় প্রেসক্লাব মোড়, তেরি বাজার মোড়, মধ্য বাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা একত্র হয়ে প্রতিবাদ মিছিল করেন।
পরে কাঁদার মধ্যেই বসে থেকে প্রতিবাদ জানান তারা । যতক্ষণ তাদের এই যৌক্তিক দাবী না মানা হবে ততক্ষণ পর্যন্তই দোকানপাট বন্ধ রাখার হুশিয়ারি দেন ব্যবসায়ীরা ।