নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবুল কাশেম (৫০) নামে এজ কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের খুজিরকোনা গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন নুর ইসলাম (৬০) নামে আরো একজন কৃষক। নিহত কাশেম ওই এলাকার মৃত লালু শেখের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টি হওয়ায় পানি বেড়ে যায় আশপাশের জমিসহ বিল গুলোতে। এমন একটি বিলে আজ সকালে মাছ ধরতে যায় কৃষক আব্দুল কাশেম ও নুর ইসলাম।
সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম। স্থানীয়রা আহত নুর ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায়। এদিকে কাশেমকে বাড়ি নিয়ে যায় স্বজনরা।
এ ব্যাপারে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কৃষককে স্থানীয় কবরস্থানের দাফনের প্রস্তুতি চলছে । উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, নিহতের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা ও আহত কৃষককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকার অনুদান দেওয়ার প্রস্তুতি চলছে।