Sunday, December 8, 2024
মূলপাতাঅন্যান্যদুর্গাপুরে সরকারি পরীক্ষার খাতা ভাঙ্গারির দোকানে

দুর্গাপুরে সরকারি পরীক্ষার খাতা ভাঙ্গারির দোকানে

নেত্রকোনার দুর্গাপুরে বোর্ডের পরীক্ষায় ব্যবহৃত সরকারি পুরাতন খাতা পাওয়া গেছে ভাঙ্গারির এক দোকানে।

সোমবার সন্ধ্যায় দূর্গাপুর পৌর শহরের বাগিচা পাড়া এলাকায় একটি ভাঙ্গারির দোকানে স্থানীয় একজন শিক্ষককে খাতাগুলো বিক্রয় করতে দেখেছে এলাকাবাসী।

স্থানীয় ও ভাঙ্গারির দোকান সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি ভ্যানে করে বেশকিছু খাতা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন কাকৈরগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেশ বাবু ।

খাতাগুলোর গায়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কৃষি বিষয়ের নাম উল্লেখ ছিলো।

প্রায় ১৮৬ কেজি সরকারি খাতা ১৪ টাকা দরে বিক্রি করেছেন ওই শিক্ষক।

উল্লিখিত সরকারি এই শিক্ষক ২০২০ সালে ময়মনসিংহ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কৃষি বিষয়ে উপজেলার প্রধান পরিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

দোকানের মালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আমরা পুরাতন বই খাতা সহ ভাঙ্গারি জিনিসপত্র ক্রয় বিক্রয় করি। আজ একজন শিক্ষক আমাদের কাছে ১৮৬ খাতা বিক্রি করেছেন।

তবে খাতাগুলো সরকারি না বেসরকারি আমরা এ ব্যাপারে কোন কিছুই বলতে পারবো না ।

এদিকে কাকৈরগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণেশ বাবু জানান, গত বছর এসএসসি পরীক্ষার পুরাতন খাতাগুলো আমি বিক্রি করেছি।

পরীক্ষা চলাকালীন সময় আমি প্রধান পরীক্ষকের দায়িত্ব পালন করেছি । খাতাগুলো এখন পুরোপুরি অপ্রয়োজনীয় হয়ে গেছে।

খাতাগুলো বিক্রির ব্যাপারে ইতিমধ্যে বোর্ড থেকেও আমাদের কাছে চিঠি এসেছে। এই চিঠি পেয়ে আমি খাতাগুলো ভাঙ্গারির দোকানে বিক্রি করেছি ।এ

ব্যাপারে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিদিষ্ট একটা সময় পরে খাতা পত্র বিক্রি করা যায়।

এক বছরের মধ্যে বিক্রি করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান বোর্ড থেকে চিঠি আসলেই করা যায়।

সেটি কত সময় জানতে চাইলে তিনি বলেন ছয় সাত মাস পড়েও চিঠি আসতে পারে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments