চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজতে ইসলাম উপজেলা শাখার নেতাকর্মীরা । শনিবার দুপুরে মার্কাস মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ সহ সর্বস্তরে মুসল্লিরা ।
এর আগে জোহরের নামাজের পর থেকেই মার্কাস মাদ্রাসা চত্বরে একে একে জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা তাওহিদী মুসল্লিরা । প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশের পর বিকেল সাড়ে তিনটার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হন।
মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক শতাধিক মুসল্লির অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয় ।
এই দিকে বিক্ষোভ মিছিল শেষে ঈদগাহ ময়দানে সমবেত হয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যেও ঘণ্টাব্যাপী চলে সমাবেশ । সমাবেশ থেকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কারী সকল দের হুঁশিয়ারি দিয়ে আগামী দিনগুলোতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা ।