রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
27.1 C
Netrakona
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
মূলপাতাঅন্যান্যদুর্গাপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় মানব পাচারকারী সদস্য সহ পাঁচজন আটক

দুর্গাপুর সীমান্তে বিজিবির হাতে ভারতীয় মানব পাচারকারী সদস্য সহ পাঁচজন আটক

 

নেত্রকোনার দুর্গাপুর বিজয়পুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় মানব পাচারকারী চক্রের সদস্য সহ চারজন বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩১ বিজিবি) সদস্যরা।

চারজনের মধ্যে দুইজন বাবা-মেয়ে ও বাকি দুজন মানব পাচারকারীর চক্রের সদস্য।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান, পিবিজিএম।

যদিও শুক্রবার (১১ অক্টোবর) সকালে দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিনয় কৃষ্ণ দেবনাথ (৫৬), দুর্গাপুর উপজেলার বাড়ইপাড়া গ্রামের শ্রী জীবন দেবনাথ (২২), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের অজিত দেবনাথ, পাচারের উদ্দেশ্যে আনা একই গ্রামের প্রিয়াংকা দেবনাথ (১৮) ও তার বাবা পরিমল দেবনাথ (৪০)।

আটকের সময় তাদের কাছ থেকে ৩৮ হাজার ২৯০ ভারতীয় রুপি ও ৫ হাজার ৪৬৯ বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের খবরে শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপির সীমান্ত পিলার ১১৫৪/৪-এস এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়পুর মনতলা নামক স্থানে বিজিবির টহল দল সীমান্তের অভ্যন্তরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির একপর্যায়ে পাঁচজনকে আটক করে।

পরে তাদের টাকা ও পরিচয় পত্রের মাধ্যমে একজন ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য ও বাংলাদেশী চারজনের পরিচয় শনাক্তের পর তাদের আটক করে বিজিবি।
এসময় তাদের কাছ থেকে নগদ ভারতীয় রুপি ও বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

তিনি আরও জানান, ভারতীয় মানবপাচারকারী চক্রের সদস্য বিনয় কৃষ্ণ দেবনাথ বাংলাদেশী সহযোগী অজিত দেবনাথের সাথে দীর্ঘদিন যাবত বাংলাদেশী মানবপাচারকারী শ্রী জীবন দেবনাথ এর সহযোগীতায় সীমান্তের বিভিন্ন রুট দিয়ে মানব পাচার করে আসছিল।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments