Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

নেত্রকোনায় দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ

দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সততা সংঘের শিক্ষার্থী এবং কাউন্সিল সদস্যদের নিয়ে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় নেত্রকোনা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে শহরের সাতপাই এন আকন্দ আলীয়া মাদ্রাসার একটি শ্রেণি কক্ষে আয়োজিত কর্মসূচিতে শহরের সাতটি শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

সভা ও কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক তাজুল ইসলাম ভুইয়া প্রধান অতিথি হিসেবে এসকল উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

জেলা কমিটির সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে সম্পাদক আবু আব্বাস ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মোঃ নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক তাজুল ইসলাম ভুইয়া, উপ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, এন আকন্দ আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন, কোহিনুর বেগম, শিক্ষার্থী মেহেদী হাসান ও গাজী তাসনিয়াসহ সহ অনেকে।
পরিশেষে সততা সংঘের মোট ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments