সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ফলে ভ্যাক্সিনেশন সহ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রনোদনা ও সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা রেখে সরকারের দেয়া সব নির্দেশনা মেনে করোনা মোকাবেলা করতে হবে।
সোমাবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে সদর উপজেলা পরিষদ হলরুমে পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের মানবিক সহায়তা হিসেবে অর্থ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিমন্ত্রী ১২৫ জন ক্ষতিগ্রস্তের মানুষের হাতে নগদ ২ হাজার টাকা করে তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তফসিল উদ্দিন খান সহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।