নেত্রকোনায় এক ব্যবসায়ীর বাড়িতে গ্রিল কেটে ঢুকে বাড়ির সকলের হাত পা বেধে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী সহ নানা বাহিনীর টহল থাকার পরও এমন ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।
শনিবার ভোররাতে ডাকাতরা জেলার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারের হিরনপুর রেল স্টেশন সংলগ্ন ব্যবসায়ী আব্দুর রহমানের বাসভবনে এ ডাকাতি করে।
এ সময় নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার স্বর্ণা অলংকার লুট করে নিয়ে যায় ডাকাতরা। পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে জানায় ছিনতাই নাকি চুরি তা তদন্ত চলছে।
ভুক্তভোগী আব্দুর রহমান ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে বাড়ির নিচতলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চার থেকে পাঁচজনের একটি ডাকাত দল। তারা অস্ত্রের মুখে ওই বাড়ির সকলের হাত পা বেধে জিম্মি করে ঘন্টাব্যাপী বিভিন্ন কক্ষে তল্লাশি করে স্বর্ণালংকার সহ হজে যাওয়ার জন্যা রাখা নগদ ১৯ লাখ টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বাধন খুলে দেয় এবং পুলিশে খবর দেয়।
সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ও মুখ বাধা অবস্থায় চার থেকে পাঁচ সদস্যের একটি ডাকাত দল ঘরের একটি কক্ষে হাত-পা বেঁধে সবাইকে আটক রাখে।
ভুক্তভোগী আব্দুর রহমান আরও জানান, চলতি সপ্তাহেই ওমরা হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন পরিবারের সদস্যরা। সে লক্ষ্যেই নগদ অর্থ ও স্বর্ণালংকার গোছানো ছিলো। কিন্তু রাতে এ ঘটনায় সবকিছু লুটে নিয়েছে ডাকাতরা।
স্থানীয়রা জানান, এমন ঘটনা আর দেখেনি। সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর টহল থাকার পরেও এমন ডাকাতিতে আমরা ভয়ে আছি। দ্রুত ডাকাত দল ধরে আইনের আওতায় আনার দাবী তাদের।
এদিকে দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, পরিদর্শন করে বলেন, চুরি নাকি ছিনতাই তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে কাজ চলে। সকালে পুলিশ এসেছিলো।