সোহান আহমেদ:
সরকারের উন্নয়ন তৃণমূলে তুলে ধরতে নেত্রকোণার সীমান্ত উপজেলা দূর্গাপুর ও কলমাকান্দায় উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
শনিবার বেলা ১২ টায় দূর্গাপুর পৌর শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে দূর্গাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলমাকান্দা উপজেলা অভিমুখে যাত্রা করে।
দূর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদারের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় স্থানীয় শিক্ষক , মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দিনব্যাপী কলমাকান্দা উপজেলা শহর প্রদক্ষিণ করে তৃনমুল মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন ঝুমা তালুকদার। তিনি নেত্রকোণা-১ (কলমাকান্দা দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের কন্যা।