সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
14 C
Netrakona
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
মূলপাতাঅন্যান্যদেশবাসীর শান্তি কামনার মধ্য দিয়ে নেত্রকোনায় শেষ হয়েছে বড়দিনের প্রার্থনা

দেশবাসীর শান্তি কামনার মধ্য দিয়ে নেত্রকোনায় শেষ হয়েছে বড়দিনের প্রার্থনা

খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার সকাল থেকে নেত্রকোনার গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বড়দিনকে কেন্দ্র কেের খ্রিস্টান ধর্মের সকল ভক্তরা একসাথে মিলনমেলায় মিলিত হন।
বড়দিনের আয়োজনে দুর্গাপুরের গারোব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) ১৪০ বছরের বেশি পুরনো বিরিশিরি ব্যাপ্টিস্ট মাতৃমন্ডলী গির্জায় প্রার্থনা পরিচালনা করেন বিভাগীয় প্রেসিডেন্ট আশিষ কুমার সাংমা।
এবছর প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডিভিশন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ প্রলয় চিসিম। বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দেশবাসীর শান্তি কামনার পাশাপাশি বিশ্বজুড়ে শান্তির বার্তা দেযা হয়। পরে কেক কেটে যীশু খ্রিষ্টের জন্মদিন পালন করা হয়। এছাড়াও জেলার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয় দিনটি।
দুর্গাপুরের বিজয়পুর শতবর্ষী রানীখং ক্যাথলিক গির্জা, বিরিশিরি, গোপালপুর, বারোমারী, গোবিন্দপুর, কলমাকান্দার পাঁচগাও, লেঙ্গুরাসহ জেলার মোট ১৪৬ টি গির্জায় বড়দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারমধ্যে দুর্গাপুরে ৭২ টি ও কলমাকান্দা উপজেলায় ৭৪ টিতে ঘটা করে প্রতিবারের ন্যায় পালিত হয়েছে বড় দিন। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকা সহ সকল স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবহিনী ছিলো সবোর্বচ্চ সতর্কাবস্থায়।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments