রিফাত আহমেদ রাসেল,
দেশব্যাপী চুরি, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি উপজেলা নারী সেল এবং সর্বস্তরের জনগণের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী সমাবেশ নারী সেলের আহবায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি উপজেলা কমিটির সহ:সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, কৃষক সমিতির আহবায়ক আব্দুল মালেক সরকার, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, নারী সেল নেত্রী মরিয়ম আক্তার, যুব ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান প্রমুখ।
বক্তরা বলেন, একটি ঘটনা ঘটলে তার রিপোর্টের জন্য ভিকটিমকে ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টা থেকে বছর পর্যন্ত ঘুরতে হয়। আমাদের একটাই দাবি ধর্ষকের মৃত্যুদন্ড। আমরা এ দেশের নাগরিক। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে চুরি, ডাকাতি ও ধর্ষণের মতো ঘটনা বাড়ছে প্রতিনিয়ত। এসব অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি না হলে দেশে বর্ররতা বেড়েই চলবে। এ থেকে পরিত্রানের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।