হুমায়ুন কবির, কেন্দুয়া: হেফাজত ইসলামের নাশকতায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে নেত্রকোনা জেলার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় কেন্দুয়া প্রেসক্লাবের সামনে কেন্দুয়া-নেত্রকোনা সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।
মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাংবাদিক আবুল কাশেম আকন্দ ,সাংবাদিক আশরাফ উদ্দিন ভুঁইয়া, সাংবাদিক রাখাল বিশ্বাস, মজিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।