Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদমোহনগঞ্জ উপজেলাদেশের শিক্ষা ব্যাবস্থা তৈলাক্ত বাঁশ আরোহনের মত - শিক্ষা মন্ত্রী

দেশের শিক্ষা ব্যাবস্থা তৈলাক্ত বাঁশ আরোহনের মত – শিক্ষা মন্ত্রী

মহসিন মিয়া:
শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, তৈলাক্ত বাঁশ বেয়ে বানর উঠা নামার গল্পের মতো চলছে বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে এ দেশের শিক্ষার মান ভালো ছিল। পরবর্তীতে অন্যন্য শাসনামলে শিক্ষার মান নীচে নেমে এসেছে। তারপর আবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো তখন মান বাড়তে শুরু হলো শিক্ষার।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর এলাকায় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ।

মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এ সভায় বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, দেশ গড়ার প্রথম হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষায় বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ। তাছাড়া, শিক্ষা মন্ত্রী বলেন, আগামীর শিক্ষায় নতুন কারিকুলাম আসবে।

মুখস্থ বিদ্যা পড়িয়ে কেরানি বানানোর শিক্ষা ব্যাবস্থা আর থাকবে না। মুখস্থ শিখে বাংলাদেশে এত বেশি অনার্স, মাষ্টার্সদারি হয়েছে যা বিশ্বের অন্য কোথায়ও নেই। এমন শিক্ষা খুব একটা জীবনমুখি শিক্ষা নয়। ঢেলে সাজানো হবে এ শিক্ষা কার্ক্রম। আগামী দিনে আসবে বিজ্ঞান ও কর্মমূখি উন্নত শিক্ষা। নতুন শিক্ষা ব্যাবস্থায় পরীক্ষার চাপ কমিয়ে দেয়া হবে। প্রতিদিনের শিক্ষায় প্রতিদিনিই সহজ পদ্ধতির মূল্যায়ন থাকবে। শিক্ষা হবে আনন্দময়।
সভায় সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসরাফ আলী খান খসরু এমপি, স্থানীয় সংসদ সদস্য রেবেকা মমিন, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও কলেজ অধ্যক্ষ জীবন চন্দ্র সরকার।

আলোচনা সভার আগে কলেজ ক্যাম্পাসে নির্মিত ‘জাগ্রত মুজিব’ শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন শিক্ষা মন্ত্রী। তাছাড়া, তিনি এ কলেজে ৪টি ৫তলা ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments