সোহান আহমেদ কাকন:
দ্বিতীয়দিনে লক ডাউন সফল করতে সেনাবাহীনিকে সাথে নিয়ে সকাল থেকেই মাঠে রয়েছে জেলা প্রসাশন। প্রথম দিনে নেত্রকোনায় কিছুটা ঢিলেঢালা ভাব থাকলেও দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কমেছে জনসাধারনের অহেতুক আনাগোনা।
শহরে মালবাহী গাড়ি ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য যানবাহন চলাচল। শুধুমাত্র জরুরী প্রয়োজনে পায়ে হেটে চলাচল করছেন কিছু মানুষ। তবে প্রাথমিক ভাবে তাদের বুঝিয়ে বাড়ি ফিড়িয়ে দিচ্ছন সেনাবাহীনিসহ আইনশৃংখলা বাহীনির সদস্যরা। সেইসাথে মোবাইল কোর্ট পরিচালনা করছেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্র্যাটগণ।
এ ছাড়াও পৌরশহরের সড়কের পাশ থাকা কাঁচা বাজার, দোকানপাঠ সরিয়ে খোলা জায়গায় স্থানান্তর করছে নেত্রকোনা পৌরসভা কতৃপক্ষ। এদিকে দিনব্যাপী শহেরর শহীদ মিনার মোড়সহ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে স্বেচ্ছাসেবকরা। মাইকিং করে প্রচার সহ শহরের ১৩ টি পয়েন্টে পুলিশের চেকপোষ্ট বসানো হয়েছে।