নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক অসামী আবুল কাশেমকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব ১৪। শুক্রবার ভোররাতে জেলার পাশ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপূর থেকে গ্রেফতার করা হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুর্বধলা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আবুল কাশেম পূর্বধলা উপজেলার ধলা যাত্রাবাড়ি (মাইজপাড়া) গ্রামের মৃত জহুর আলীর ছেলে। গত ২০০১ সাল থেকে বর্তমানে আসামির বয়স ৭০। ঘটনার সময় ছিলো ৪৯ বছর।
শুক্রবার দুপুরে মেইলে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অপারেশন এবং মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ২০০১ সালে আসামী আবুল কাশেম (৪৯) পাশাপাশি গ্রামের এক কিশোরীকে উত্যক্ত (ইভটিজিং) করতো।
একদিন কিশোরীর বাড়িতে খালি পেয়ে আরও তিন সহযোগিকে নিয়ে ওই বাড়িতে ঢুকে কিশোরীকে (১৭) ধর্ষণ করে। এ ঘটনাযর পর কিশোরীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় ধর্ষনকারীসহ মোট চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবতীর্তে পুর্বধলা থানার পুলিশ সেকেন্দার আলী নামীয় একজনকে মামলার চার্জশিট থেকে অব্যাহতি দেয়।
এরপরে ২০১৫ সনে মমালার এজাহার নামীয় অপরাপর আবুল কালাম ও সিদ্দিকুর রহমানকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস দেয়। কিন্তু আবুল কাশেমের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে বিজ্ঞ আদালত।ঘটনার পর থেকে আবুল কাশেম পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে আলোচিত এই ঘটনায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর গ্রাম থেকে আবুল কাশেকে গ্রেফতার করা হয়। দুপুরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তথ্যদাতা।