ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে মূলধারার সংবাদকর্মীদের সংগঠন ধামরাই মডেল প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ লা মার্চ) দুপুর ৩টায় ধামরাই থানাস্ট্যান্ড মনোয়ার কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জ্যেষ্ঠ সহ সম্পাদক সা মো মছিহ রানা।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ নেতা তোবারক হোসেন কামাল, পৌর যুবলীগের সহ সভাপতি আলি খান, নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম নাহিদ মিয়া প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন ধামরাই মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।