নেত্রকোণা জেলার কেন্দুয়ার বেতাই নদীকে কেন খাল বলা হচ্ছে, এই প্রশ্ন সচেতন মহলের। নদীকে খাল দেখানোর ঘটনায় নদীর তীরবর্তী এলাকা বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এরইমধ্যে নদী রক্ষার দাবিতে মানববন্ধনও করেছেন।
উপজেলার সান্দিকোনা ভূমি অফিস সুত্রে জানান, ১ নং বি আর এস খাস খতিয়ানে শ্রেণীতে নদী উল্লেখ রয়েছে। এর পরেও প্রকল্পে বেতাই নদীকে খাল দেখানো হয়েছে। কেন নদীকে খাল বলা হচ্ছে, এ নিয়ে চলছে তুমুল মন্তব্য।