নেত্রকোনাকে বাসযোগ্য করার দাবিতে তিন দফা দাবী নিয়ে মানব্বন্ধন পালন করেছে শহরবাসী। শহরের মোক্তারপাড়া মগড়া ব্রিজের পাশে বৈষম্য বিরোধী প্রজন্ম চত্বরে বুধবার দুপুরে প্রখর রোদ উপেক্ষা করে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছে।
পরিবেশ নিয়ে সোচ্চার শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে বেলা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মানববন্ধনে আন্দোলনকারীরা মগড়া নদী দূষণমুক্ত, হাসপাতালে সকল যন্ত্রপাতি সচল করে মানস্মমত সেবা প্রদান ও নেত্রকোনা থেকে ময়মনসিংহ চালু হয়ে বন্ধ থাকা বিআরটিসি বাস পুনরায় চালুর দাবী জানান।
সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুল কবির সরকারের সভাপতিত্বে সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন, বারসিকের সমন্বয়কারী গবেষক মো. অহিদুর রহমান, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, বেলার নেটওয়ার্ক সদস্য মোস্তাকিন বিল্লাহ, বৃক্ষপ্রেমী আব্দুল হামিদ, ব্যবসায়ী জহিরুল কবীর শাহিন, সেভ দা এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, যুব ফোরামের মীর্জা হৃদয় সাগর, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আকাশসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
তিনটি দাবীর বিষয়ে বিস্তারিত তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তারা অবিলম্বে এসকল দাবী বারবার তুলে ধরে স্মারক লিপি দেয়ার পরেও কেন বস্তবায়ন হয়নি এ বিষয়ে জবাবদিহির আওয়তায় আনা হবে সংশ্লিষ্টদের এমন হুঁশিয়ারি দেন। তারা বাস্তবায়ন করতে না পারলে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা গিয়ে বাস্তবায়ন করার প্রত্যয়ও ব্যক্ত করেন।