বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
এতে সকল দপ্তরের প্রধানগণসহ জেলার স্থানীয় সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে নববর্ষ উপলক্ষে বাঙালির চিরাচরিত নিয়ম অনুযায়ী মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল নয়টায়। ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের মোক্তারপাড়া কালেক্টরেট প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। সেখানে জেলা শিল্পকলা ও শিশু একাডেমির আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
এসময় নিরাপত্তা জোরদার করণে স্থানীয়দের কাছে থেকে পূর্ববর্তী ইনফরমেশন সহ পরামর্শ চান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ। সাজ সজ্জিত করণ নিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম।
সভায় সকলের মতামতের ভিত্তিতে নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বাঙ্গালির সংস্কৃতি যেমন ধরে রাখতে হবে তেমনি আয়োজনে অবশ্যই শালিনতা বজায় রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা করেই সকল আয়োজন সকলের সমন্বয়ে সুন্দরভাবে করার জন্য সকলের আন্তরিকতা কামনা করেন।