নেত্রকোনায় যুব ফোরামের সদস্যদের নিয়ে জেলা নাগরিক প্লাটফর্মের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক আস্থা প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় শহরের শিবগঞ্জ রোডের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রিম সেন্টারে এই সভার আয়োজন করে আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্ম।
এতে জেলার বিভিন্ন উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী সাংস্কৃতিককর্মীরা অংশ নেন।
জেলা নাগরিক ফোরামের আহবায়ক হারাধন সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব ফোরামের আহবায়ক পার্থ প্রতিম সরকার, জেলা নাগরিক ফোরামের সদস্য মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম আহবায়ক ফৌজিয়া নাসরীন, স্বাবলম্বীর উন্নয়ন কর্মী ও জনকন্ঠের সাংবাদিক সঞ্জয় সরকার প্রমুখ।
আলোচনায় আগামী ২৯ ডিসেম্বর শান্তি, সম্প্রীতি ও অংশগ্রহণ মূলক গণতন্ত্রের লক্ষ্যে যুবদের মিলনমেলা নামের একটি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
ইয়ুথ ক্যাম্প শিরোনামে অনুষ্ঠান উদযাপনের পর্ষদ ঘোষণা করা হয়।