জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখ বরণ অনুষ্ঠিত হয়েছে।
সুর্যোদয়ের সাথে সাথে শুরু হয় বাঙ্গালির নববর্ষ। এ উপলক্ষে জেলা প্রশাসন শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠান ও সাতদিন ব্যাপী মেলার আয়োজন করে।
রবিবার সকালে সম্মিলিতভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে ভোর সোয়া ছয়টায় শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান।
পরে জেলার সাংস্কৃতিক সংগঠন গুলোর সমন্বিত পরিবেশনের মধ্য দিয়ে সকালের শুভ সূচনা করা হয়।
সকাল নয়টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও পুলিশ সুপার মো ফয়েজ আহমেদের নেতৃত্বে শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
সেখানে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন শেষে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করেন জেলা প্রশাসক।
পরে সন্ধ্যায় হিমু পাঠক আড্ডার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন সংগঠন নিজ নিজ ব্যানারে নানা কর্মসূচি পালন করে।