Saturday, November 2, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদ'নারীর জীবন-যাত্রার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীপক্ষ'র মতবিনিময় সভা'

‘নারীর জীবন-যাত্রার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীপক্ষ’র মতবিনিময় সভা’

নিজস্ব প্রতিনিধি:
‘আমি নারী সারা পৃথিবী আমার যুদ্ধ ক্ষেত্র’ এ শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা মানলী শিবগঞ্জ রোডের স্বাবলম্বী উন্নয়ন সমিতির ড্রীম সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে নেত্রকোনায় নারীপক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট,২০২৩) সকালে স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সভায় জেলার সাংবাদিক ও তারুণ্যের কন্ঠস্বর সংগঠনের ২৫ জন এই সভায় অংশ নেন।

দ্বিতীয় ধাপে বিকেল ২ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং এই অনুষ্ঠানে সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারুণ্যের কন্ঠস্বর, ইয়ুথ সংগঠন সদস্যসহ সংরক্ষিত সদস্য, ধর্মীয় নেতা, উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সভায় উপস্থিত ছিলেন।

নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পবির্তনের লক্ষ্যে নারীর অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও নারীর সকল ধরনের বৈষম্য বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এ এক দূর্গম আহবান। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিটি মঙ্গলবার সদস্যরা সভায় বসেছেন। এই সভায় নারীর নিজস্ব কথা বলার একটি জায়গা এবং নারীপক্ষ’র সকল তৎপরতা ও আন্দোলনের কেন্দ্রস্থল। নারীর পরিবারে, সমাজে ও রাষ্ট্র অধিকার সম্পন্ন নাগরিক ও মর্যাদাসম্পন্ন মানুষ হিসেবে গণ্য; নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নারীর সামাজিক অবস্থান পরিবর্তন ; ইহজাগতিক, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা; বৈচিত্র্যময় ও বিভিন্নতার প্রতি শ্রদ্ধা ; গণতন্ত্রের চর্চা; মুক্তচিন্তা ইত্যাদি।

এ মতবিনিময় সভায় আলোচনার আরও গুরুত্বপূর্ণ বিষয় ছিলো নারীপক্ষ সংগঠন সদস্যরা একটি মেসেজ প্রদান করেন যা নারীদের যৌন হয়রানি থেকে প্রতিকার ও যৌন রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এগুলোর মধ্যে আলোচ্য বিষয় স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃমৃত্যু রোধ, এক্লাম্পশিয়া সম্পর্কে সচেতনতা তৈরি করা ইত্যাদি।

মতবিনিময় সভা প্রস্তাবিত বক্তব্য প্রধান করেন সাংবাদিক আলপনা বেগম (সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিন) তিনি বলেন, ‘একটি মেয়ে এলাকার মধ্যে যৌন হয়রানি শিকার হয় কিন্তু দুঃখের বিষয় হলো এলাকার মধ্যে একটা মেয়ে একটি ছেলের বোন হতে পারে, তবে ওরা মেয়েদের সহযোগী না হয়ে উল্টোটা হয়।’ এবং আরও বক্তব্য প্রদান করেন কেগাতী ইউনিয়নের চেয়ারম্যান , সৈয়দ মাহবুবউল মহিদ, চল্লিশা ইউনিয়ন, নাজমুল কাইলাটাই ও সিংহের বাংলা এই চারটি ইউনিয়ন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments