নেত্রকোনায় নারীর শান্তি, নিরাপত্তার জন্য সমাজের নানা পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে কর্মপরিকল্পনা শেয়ারিং বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে তৃণমূল নারী নেত্রী, স্থানীয় তৃনমুল সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী সংগঠন প্রতিনিধি, কমিউনিটি ফোরাম, ক্লাষ্টার কমিটি ও যুব প্রতিনিধিসহ ৩০ জন উপস্থিত ছিলেন। শহরের কাটলি নারী প্রগতি সংঘের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী আলোচনা, উন্মুক্ত বিতর্ক ও মতামত ব্যক্ত করা হয়। সকালে আলোচনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নেত্রকোনার কেন্দ্রের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।
পরে উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় আলোচনা করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আমিরুন্নাহার খানম জবা, মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দীকা, আইনজীবী পূরবী কুন্ডু, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, পৌর কাউন্সিলর শামীম আরা খান শিল্পী, কাইলাটি ইউপি মেম্বার খুদেজা বেগম, মহিলা উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরজাহান বেগম, নারী নেত্র কারুপন্যের নির্বাহী পরিচালক ও নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপি, সংস্কৃতিকর্মী শিল্পী ভট্টাচার্য, রুপালী মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, কমিউনিটি ফোরামের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ঊষা রাণী রায়, আয়শা খানম, যুব সদস্য লামিয়া ইসলাম স্বর্ণা। সবশেষে দলীয় আলোচনায় পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের করনীয় নির্ধারণ করা হয়।
বক্তাদের মূল বক্তব্য স্থানীয় সরকার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে থাকা অধিকার গুলো নিশ্চিত হয়নি এখনো। যে কারণে সমাজের বিশৃঙ্খল পরিস্থিতি বিদ্যমান। সঠিক স্থানে যোগ্য মানুষ এবং স্থানীয় সরকারে দলীয় মনোনয়ন প্রথা বিলুপ্ত করতে হবে। এই সকল জায়গাগুলোতে উন্মুক্ত প্রার্থী নির্বাচন করতে পারলে বৈষম্য কিছুটা বিলুপ্ত হবে।