নেত্রকোনা আবু আব্বাস কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক দিলীপ কুমার সাহা রায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সহকর্মীরা।
কুড়পাড় কলেজের সামনের সড়কে বুধবার (১৫ জানুয়ারি) সাড়ে ১১ টায় আবু আব্বাস কলেজের শিক্ষকরা এই মানব্বন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে কলেজের শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা অংশ নিয়ে দ্রুত বিচার দাবী করেন।
মানববন্ধনে আবু আব্বাস কলেজের সহকারী অধ্যাপক ও শিকক্ষ সমিতির সম্পাদক মো: নাজমুল কবির সরকারের সঞ্চালনায় শিক্ষক হত্যার বিচার দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আ: রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক নূরে আলম ফকির, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গোলাম ফারুক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম, দর্শন বিভাগের প্রভাষক মাসদুল ইসলাম, কলেজের শিক্ষার্থী জিসানসহ অনেকেই।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহরের বড় বাজার এলাকায় নীজ ঘরের খাটের নীচে পড়েছিল দিলীপ কুমার সাহা রায়ের (৭১) রক্তাক্ত মরদেহ।
নিজ বাসায় তিনি একাই ছিলেন বলে জানায় স্বজনরা। সকালে স্ত্রী দীপা রানী রায় ঢাকা থেকে এসে দরজা না খুলায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামীকে খাটের নীচে খুজে পান। পরে প্রতিবেশিদের সহয়তায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার আরও দুদিন পেরিয়ে গেলে ১২ জানুয়ারি স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।