Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনির্বাচন সংবিধান অনুযায়ীই হবে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে--আইনমন্ত্রী

নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে–আইনমন্ত্রী

সোহান আহমেদ:
বাংলাদেশের সকল নির্বাচন সংবিধান অনুযায়ী হয়ে আসছে। আগামী নির্বাচনও সংবিধান অনুযায়ীই হবে। মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ মহেশখলা ইউথ ক্যাম্প ও ডাক্তার আখ্লাকুল হোসাইন আহমেদ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুগদানের সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

পরে মোহনগঞ্জ পৌর পাবলিক হল মিল আয়তনে মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী।

এতে সভাপতিত্ব করেন আপিল বিভাগ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও আখ্লাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ওবায়দুল হাসান।

এতে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা জজ আদালতের বিচারকগণসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments