নেত্রকোণায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দুইদিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রাতে মোক্তারপাড়া মাঠে মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর আল-আমীন সহ অন্যান্যরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।