তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের সহযোগিতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে নেত্রকোনায় প্রশাসনের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এই সভার আয়োজন করেছে নারীপক্ষ কর্তৃক প্রকল্পের সচিবালয় স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস)।
এতে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপক কোহিনুর বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগম, জেলা মহিলা বিষয়ক উপজেলা কর্মকর্তা শারমীন শাহাজাদী, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের গাজী মোবারক, ঝর্না আক্তার ও তারুণ্যের কন্ঠস্বরের তাজিম রহমানসহ অন্যরা।