বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
36.6 C
Netrakona
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় অনুষ্টিত হল বই উৎসব

নেত্রকোনায় অনুষ্টিত হল বই উৎসব

বছরের প্রথম দিনে নেত্রকোনাতেও অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। জেলা শহরের প্রতিটি বিদ্যালয়ে জেলা প্রশাসনসহ জনপ্রতিনিধিরা বই বিতরণ করেন অনুষ্ঠানিকভাবে।

সকালে আঞ্জুমান আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয়ে ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও দত্ত উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রতিরোধযোদ্ধা অসিত সরকার সজল বই বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠিানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। পরে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বিদ্যালয় শিক্ষকরা। প্রতিবছরের মতো এবারও নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
এসময় শিক্ষার্থীরা জানান, বছরের প্রথম দিন থেকেই তারা নতুন বই হাতে পাওয়া পড়ালেখায় আরো মনোযোগী হবে।
এবছর নেত্রকোনা জেলায় ১৩১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৯০ হাজার ৬০২ সেট নতুন বই ও মাধ্যমিকে ২৭০ টি স্কুল ও ৮৯ টি মাদ্রসায় ১৬ লাখ ১৯ হাজার ৪০০ টি বই বিতরণ করা হবে। এখন পর্যন্ত মাধ্যমিকে ১১ লাখ ৫০ হাজার ৬২০ টি (৭০ শতাংশ) নতুন বই স্কুলগুলোতে পৌঁছেছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments