Monday, January 13, 2025
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় আটক সাত মাদকাসক্তকে কারাদণ্ড

নেত্রকোনায় আটক সাত মাদকাসক্তকে কারাদণ্ড

  • নেত্রকোনায় সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া মাদকাসক্ত সাত যুবকের প্রত্যেককে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে কুড়পাড় নাজমুল কান্দি এলাকায় মনসুরের খামারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা দিয়েছেন সদর এসিল্যান্ড আশরাফুল কবির।
    দণ্ডপ্রাপ্তরা হলেন-কুড়পাড় এলাকার আবু নাসেরের ছেলে সিফাত আল সাদী (৩৫), সনুরা গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. হীরা (৩০), বড় বাজার এলাকার সাধন নন্দনের ছেলে অভিজিৎ সাহা মন্ডল (২৮), কুড়পারের আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সামি সৌরভ (৩৩), মনু মিয়ার ছেলে বাপ্পী মিয়া (৩০), লক্ষিগঞ্জ বাইশধার গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শিমুল খান (৩০) ও কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের বারলা গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মো. রুবেল (৩৩)।
  • বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জিসানুল হায়দার।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের খবরে সেনাবাহিনীর একটি টিম কুড়পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাত যুবককে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে সোপর্দ করে। অভিযানটি নেতৃত্ব দিয়েছেন সেনাবাহিনীর সার্জেন্ট মাসুদ।
    পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডে বিনাশ্রমে প্রত্যেককে সাতদিন করে দণ্ড তৎসহ প্রত্যেককে ১০০ করে অর্থ জরিমানা করা হয়।
  • বিজ্ঞপ্তিতে মেজর জিসানুল হায়দার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর ক্যাম্প হতে নতুন জেলখানা রোডের একটি অটোরিকশা গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। কুড়পাড় বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের পাশে অটোরিকশার গ্যারেজ থেকে সাতজন মাদকসেবনকারীকে গাঁজা সেবনরত অবস্থায় (২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের আনুষাঙ্গিক দ্রব্যসামগ্রীসহ) আটক করা হয়।
    বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার এবং নেত্রকোনা মডেল থানা পুলিশকে অবগত করা হয়।
এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments