নেত্রকোনায় ৩৩ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনিমার্ণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ “¯েøাগানে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম প্রদান করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। তিনি প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক তুলে দেন।
এর আগে আলোচনা সভায় প্রতিবন্ধীদের চলাচল উপযোগী স্বাস্থ্য সেবা কার্যালয়সহ নানা অসুবিধা গুলো তুলে ধরেন বক্তারা। সমাজসেবার উপ পরিচালক মো শাহ আলমের সভাপতিত্বে প্রশাসনের উর্ধতনসহ সংশ্লিষ্টরা উপস্থিতি ছিলেন।