সোহান আহমেদ:
নেত্রকোনায় আশ্রয় প্রকল্পের উপকারভোগীদের জীবনযাপন পর্যবেক্ষণ করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।
নেত্রকোনা সদর উপজেলার সবচেয়ে বড় ও নান্দনিক ঠাকুরকোনা ইউনিয়নের তাতিয়র আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত প্রায় ৪শতাধিক উপকারভোগী পরিবারের সাথে কুশল বিনিময়সহ ঘরের পরিবেশ পরিদর্শন করেন জেলা প্রশাসক। সেইসাথে উপকার ভোগীদের জন্য নবনির্মিত একটি কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী উপলক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, সদর উপজেলা অতিরিক্ত সহকারী কমিশনার ভূমি আকলিমা আক্তারসহ আরও অনেকেই।
পরে আশ্রয় প্রকল্পের উপকাভোগীদের মাঝে গাছের চারা, খাদ্য সামগ্রী ও ট্রেনিং প্রাপ্তদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। এ সময় বসবাসরত উপকার ভোগী নারী-পুরুষদের ভবিষ্যতে জীবন মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।