নেত্রকোনায় উপ নির্বাচনে সকালে শান্তিপুর্ন অবস্থা বিরাজ করলেও বিকাল পর্যন্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে। নৌকার সমর্থকদের সাথে স্বতন্ত্র সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আওয়ামীলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নটির শ্রীপুর বালি কেন্দ্রের বাহিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের মানুষ লাঠিসোটা দিয়ে নৌকা সমর্থকদের ধাওয়া করে সড়কে তুলে। স্বতন্ত্র তিন প্রার্থীর কর্মী সমর্থকদের হামলায় নৌকা প্রতিকের অন্তত ১০ জন কর্মী সমর্থক আহত হয়েছে।
গুরুতর আহত জেলা যুবলীগের নেতা অসীম বিশ^াসসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন জানান, কয়জন আহত বলতে পারছেন না।
একজন ময়মনসিংহে আছেন। দুজনকে নেত্রকোনা সদর হাসপাতালে দেখতে গিয়েছেন। তবে ধাওয়া পাল্টা ধাওয়ার ব্যাপারে কিছু বলেননি। স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, বহিরাগত কিছু যুবক কেন্দ্রের বাইরে থাকা ভোটারদের ¯িøপ সরবরাহকারিদের ওপর চড়াও হয়। এতে স্বতন্ত্র তিন প্রার্থীর লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এসময় দুই পক্ষের সংঘর্ষ বাঁধলে লাঠিসোটা নিয়ে পরস্পরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলা। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষ চলার পর পরিস্তিতি নিযন্ত্রণে আসে।
নেত্রকোনা মডেল থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, এ ব্যাপারে লিখিত কেউ অভিযোগ করেনি। আহত কয়জন বলা যাচ্ছেনা। তবে পুলিশের কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি। তিনি আরও বলেন নির্বাচন পরবর্তী সময়ের পর্যবেক্ষণে রয়েছি। এখনো থানায় আসিনি।
উল্লেখ্য যে, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।