১৯৯৯ সনের এই দিনে (৬মার্চ) যশোরে উদীচীর সম্মেলনে নৃশংস বোমা হামলায় নিহতদের স্মরণ ও হামলাকারীদের বিচারের দাবীতে নেত্রকোনায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে পাঁচটায় শহরের ছোটবাজার শহীদ মিনার ফটকের সামনে বাংলাদেশ উদীচী নেত্রকোনা জেলা সংসদ এই কর্মসূচির আয়োজন করে।
এতে উদীচী ও আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে হামলাকারী যারাই বা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানায়।
উদীচী জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে সম্পাদক অসীত ঘোষের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল্লাহ ইমরানসহ অন্যরা বক্তব্য রাখেন।