নেত্রকোনায় উদীচীর ১৬ তম জেলা সম্মেলন উপলক্ষে উব্দোধনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলেক্ষে শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বেলা সাড়ে ১১ টায় সম্মেলনের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম। এসময় জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবাদী রণসঙ্গীত পরিবেশন করেন উদীচির নিয়মিত শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উদীচী জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্বোধক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহ সভাপতি আব্দুস সালাম রিপন, বিভাগীয় কমিটির আহবায়ক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সারোয়ার কামাল রবিন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ অন্যরা।
পরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জাতীয় ও সংগঠনের পতাকা হাতে একটি আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক দিয়ে অজহর রোডের উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।