নেত্রকোনায় উদীচীর ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এবার “সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি ” এই স্লোগানে
গত ২৯ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও সেদিন জামায়াত বিএনপির ডাকা হরতালের কারণে দিবসটি আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) পালিত হচ্ছে।
এ উপলক্ষে নেত্রকোনা জেলা সংসদ আয়োজিত আনন্দ র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় দিবসটি পালিত হয়।
বিকালে শহরের অজহর রোডের উদীচী কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা করে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়।
গণজাগরণের নানা স্লোগান আর গানে র্যালিটি আখড়ার মোড় দিয়ে বড় বাজার হয়ে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে গান কবিতা পাঠ সহ নৃত্য পরিবেশন করে উদীচী ও উদীচী পরিচালিত বোমা হামলায় নিহত হওয়া খাজা হায়দার- শেলি স্মৃতি সংগীত বিদ্যানিকেতনের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।
বরাবরের মতোই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করতে সকলের প্রতি আহবান জানিয়ে উদীচীর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনায় সভাপতিত্ব করেছেন উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মতিন্দ্র সরকার।
আলোচনা করেন, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, লেখক গবেষক স্বপন পাল, উদীচীর সাধারণ সম্পাদক অসিত ঘোষ, সহ সভাপতি তুষার কান্তি রায়, নারায়ণ কর্মকার, মাসুদুর রহমান খান ভুট্টু, সাহিত্য সমাজের সাইফুল্লাহ ইমরান, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর চিন্ময় তালুকদার, হিমু পাঠক আড্ডার আলপনা বেগম ও ভাস্কর্য শিল্পী অখিল পাল প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন উদীচীর সহ সাধারণ সম্পাদক মো. আলমগীর।